মো: সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) কৃষি প্রণোদনা এবং আর্থিক সহায়তা প্রদান করেছে। ২৭ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্বাধীনতা মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় পূর্বাঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক সহায়তায় এ প্রণোদনা বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদ পুনরায় শুরু করার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি ফসল উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে। তারা আরও বলেন, তামাক চাষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন জোরদার করা প্রয়োজন।
দুই দিনব্যাপী এ কর্মসূচির প্রথম দিনে ২৫০ জন কৃষকের মাঝে বীজ, সার, কৃষি সরঞ্জাম এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় মোট ৫০০ কৃষক এ সহায়তা পাবেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, (FAO) -এর সহকারী প্রোগ্রামার লাথুইনু মারমা, এবং ইউএনভি রাকেশ শামস। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
আপনার মতামত লিখুন :