বান্দরবান সেনা অভিযানে কেএনএ এক সদস্য আটক


admin প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ১১:২৩ অপরাহ্ন /
বান্দরবান সেনা অভিযানে কেএনএ এক সদস্য আটক

ডেস্ক রিপোর্টঃ

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ নভেম্বর ২০২৪ রাত আনুমানিক ০৩.০০ ঘটিকায়, জাদিপাই পাড়া ও পার্শ্ববর্তী এলাকায় কেএনএ সন্ত্রাসীরা অবস্থান করছে সংবাদ জানা যায় । এই তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী দ্রুত একটি অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কেএনএ সন্ত্রাসীরা জঙ্গলে এবং পাড়ার সাধারণ মানুষের আড়ালে দ্রুত পালিয়ে যায়।

সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে নিরাপত্তা বাহিনী কোনো রকম গুলিবর্ষণ করা থেকে বিরত থাকে। পরবর্তীতে, পাড়া প্রতিনিধিদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় পারদেন কিম বম (১৮), পিতাঃ বিয়াক সান বম, মাতাঃ লাল হাওয়া বম, গ্রামঃ জাদিপাই পাড়া, থানাঃ রুমা, জেলাঃ বান্দরবান, নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে।

পারদেন কিম বম কেএনএ-এর কার্যক্রম সমন্বয়ক হিসেবে কাজ করতেন এবং নিরাপত্তা বাহিনীর চলাচল ও কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কেএনএ সন্ত্রাসীদের সরবরাহ করতেন। তল্লাশি চলাকালে তার কাছ থেকে উদ্ধারকৃত মোবাইলের এসএমএস পর্যালোচনা করে দেখা যায়, একাধিক তালিকাভুক্ত কেএনএ সন্ত্রাসীদের সাথে তার নিয়মিত বার্তা আদান-প্রদান হয়েছে। এসব বার্তার মাধ্যমে তিনি নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনীর গতিবিধি জানিয়ে কেএনএ-এর কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করতেন।