লক্ষ্মীছড়ির বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন /
লক্ষ্মীছড়ির বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

মোবারক হোসেন : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, পিএসসি, জি।

২৪ নভেম্বর রবিবার সকালে “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পার্বত্য জনপদের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা” শীর্ষক রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের মেজর মীর মোহাম্মদ ফাহাদ বিন আসাদ, বাইন্যাছোলা-মানিকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা নিবিড়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নির্মল কান্তি দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। সুন্দর ভবিষ্যৎ গড়তে ভালো মানুষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা যদি এখানে তৈরি করা যায়, তাহলে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসবে। তাদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি পরিহার করে বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে। এখন পড়ালেখার সময়, কোনোভাবেই সময় অপচয় করা যাবে না। যোগ্যতা অর্জনের মাধ্যমে তোমরা একদিন এমন জায়গায় পৌঁছাবে, যেখানে মানুষ তোমাদের সম্মান জানাবে। তবে ভালো মানুষ হতে এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য ধৈর্য ধরতে হবে। সমাজ, রাষ্ট্র এবং পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।”