মো. সোহেল রানা: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর আওতায় মাঠ দিবস ও কারিগরি বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর রবিবার বিকালে বোয়ালখালী ইউনিয়নের নৌকাছড়া এলাকায় দীঘিনালা কৃষি অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলার কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা পরেশ চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মো. সোহেল রানা এবং উপসহকারী কৃষি অফিসার স্বপ্না ভট্টাচার্য প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে মসলা বিদেশ থেকে আমদানি করতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে এবং উন্নত মানের মসলা জাতীয় ফসলের চাষে উৎসাহ প্রদান করছে। আদা, রসুন, পেঁয়াজ, তিল, সরিষা, সূর্যমুখীসহ উচ্চ ফলনশীল ফসল চাষের মাধ্যমে কৃষকরা ভালো আয় করতে পারেন। সভায় বিশেষভাবে বস্তায় আদা চাষ পদ্ধতির প্রদর্শনীও উপস্থাপন করা হয়।
আপনার মতামত লিখুন :