মো: সোহেল রানা : শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার বিকালে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দীঘিনালা উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো : শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও ওয়াদুদ ভূইয়া সহধর্মিণী জাকিয়া জিনাত বিথী, সি.সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, উপদেষ্টা মাসুদ রানা, যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক আঃ রব রাজা, সাংগঠনিক সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়ক মো: আবু তালেব প্রমূখ।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির বিকল্প নাই। পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি সকল সম্প্রায়ের মানুষ বাস করছে, কেউ এখান থেকে চলে যাবেনা। তাই সকলে মিলেমিশে নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। শেখ হাসিনা সরকারের পতনে দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অন্তবর্তীকালীন সরকার দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে দীঘিনালা বাসীর প্রতি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :