জসীম উদ্দিন জয়নাল : ‘‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে। মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বড় অবদান হলো সৎ ও আদর্শ নাগরিক গঠন। একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর তুলনায় বহুমাত্রিক যোগ্যতা ও উন্নত চরিত্রের অধিকারী হয়। এক্ষেত্রে ছাত্র-শিক্ষকের সম্পর্ককে সুদৃঢ় করতে হবে। ছাত্র শিক্ষকের সম্পর্ককে রাজনৈতিক ভাবে বিবেচনায় নেওয়া উচিৎ নয়’’।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে প্রাক্তন ছাত্র সংসদের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠাননে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি মনজুর আলম এসব কথা বলেন।
মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. আব্দুল জলিল, উপদেষ্টা জিয়াউর রহমান, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন প্রমুখ।
বর্ণিল এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক। এছাড়াও প্রাক্তন ছাত্র সংসদের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম ও আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :