প্রতিনিধি : ৫ নভেম্বর মঙ্গলবার থেকে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান তিন পার্বত্য জেলার পর্যটক বরণে প্রস্তুুত রয়েছে প্রশাসন। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবানে আশানুরূপ পর্যটক আসলে তাদের শত কোটি টাকার লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।
উল্লেখ্য, প্রথমে একজন ফার্নিচার ব্যবসায়ী এবং পরে একজন শিক্ষককে উপজাতীয় সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করলে খাগড়াছড়ি এবং রাঙামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। ফলে পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিলো স্থানীয় প্রশাসন।
আপনার মতামত লিখুন :