মো: সোহেল রানা: খাগড়াছড়ি দীঘিনালায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার সকাল ১১টায় কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশা শিক্ষা পাঠদান কেন্দ্রে অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফ উদ্দিন বিপ্লব। কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার সঞ্চায়ন চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন, সহকারী শিক্ষক মো: আবুল কালাম আজাদ, দীঘিনালা উপজেলায় রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর ইউআরসি মো: মাইন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, আশা শিক্ষা কর্মসূচির রিজিয়নাল ম্যানেজার মো: আব্দুল খালেক, আশা শিক্ষা কর্মসূচির শিক্ষা অফিসার মো: আরিফুল ইসলাম, আশা শিক্ষা কর্মসূচির সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো. কবির হোসেন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার প্রহ্লাদ সাহা, ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি শিবু দে, দীঘিনালা উপজেলা আশা শিক্ষা কর্মসূচি সুপারভাইজার মো: আব্দুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আশা শিক্ষা কর্মসূচি মূলত সরকারের শিক্ষা কার্যক্রমে সহযোগী হিসেবে কাজ করা। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়া আশা কর্মসূচির প্রধান লক্ষ্য। এনজিও ‘আশা’ নিজস্ব অর্থায়নে সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকে।
অভিভাবকদের মধ্যে বক্তব্যে মো: হানিফ, এলিন চাকমা ও আয়েশা আক্তার বলেন, আশার কর্মসূচি শিক্ষা স্কুলে বাংলা, গণিত, বিজ্ঞান এই বিষয়গুলো সুন্দরভাবে শিখানো হয়। বিশেষ করে গরীব ছাত্রছাত্রী প্রাইভেট পড়তে হয় না।
আপনার মতামত লিখুন :