দীঘিনালায় নারী ও কন্যা শিশু ক্ষমতায়ন প্রকল্প অবহিতকরন সভা


admin প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ১১:২৫ অপরাহ্ন /
দীঘিনালায় নারী ও কন্যা শিশু ক্ষমতায়ন প্রকল্প অবহিতকরন সভা

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় অন্তভূক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা পর্যায় প্রকল্প অবহিতকরন ও আলোচনা সভা করা হয়েছে।
সোমবার(২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা সেমিনার কক্ষে পার্বত্য চট্টগ্রামে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে গ্লোবাল এফেয়ার্স অব কানাডার অর্থায়নের নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন উপজেলা পর্যায় প্রকল্প অবহিতকরন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের ইউইএফ শাহরিয়ার আকিব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. তনয় তালুদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দিন বিপ্লব, উপজেলা ইউআরসি মো: মাইন উদ্দিন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, গগন বিকাশ চাকমা, নলেজ চাকমা প্রমূখ। এতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন জিআইইও এলি ত্রিপুরা। খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় দীঘিনালা উপজেলার কলেজ, মাদ্রসা, মাধ্যমিক স্কুল, উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া পিছে পড়া নারী ও কন্যাশিশুদের নিয়ে কাজ করা হবে।