পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি নানা যড়যন্ত্র চলছে: হারুন ইজহার


admin প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন /
পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি নানা যড়যন্ত্র চলছে: হারুন ইজহার

 

মানিকছড়ি প্রতিনিধি:-হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সচিব মুফতি হারুন ইজহার বলেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি নানা যড়যন্ত্র চলছে। শান্ত পাহাড়কে যারা অশান্ত রাখার অপচেষ্টা চালাচ্ছে এবং পাহাড়ে সহিংসতা অপরাধ কর্মকাণ্ড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের থেকে সতর্ক থাকতে হবে। তবে নিরপরাধ কোন পাহাড়ি-বাঙ্গালী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে দিকেও সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

৪ অক্টোবর শুক্রবার  সন্ধ্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনি দারুন নাজাত হিফজুল কুরআন বালক-বালিকা একাডেমীর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক বিশেষ দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে  এসব কথা বলেন হেফাজতের এই নেতা।

এর আগে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা পেশ করেন তিনটহরী বাজার মসজিদের পেশ ইমাম মুফতি রমিজুল করিম আন-নাছিরী। মাদরাসা কক্ষে মাওলানা মো. নুর মোহাম্মদের সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মো. শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলনা ইব্রাহিম খলিল আল-ফরিদী প্রমূখ।

এ সময় বক্তারা আরও বলেন, পাহাড় নিয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে কুচক্রী মহল। পাহাড়কে অশান্ত করতে নানা রকম গুজব ছড়িয়ে দিচ্ছে। তাই সকলকে সচেতন থাকতে হবে। পাহাড়ি বাঙ্গালী সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করারও উদাত্ব আহ্বান জানাচ্ছি’।

দোয়া মাহফিল শেষে  মাদরাসার হাফেজদের পাগড়ি পড়িয়ে দেন অতিথিরা।