শাহজাহান কবির সাজু : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে পানছড়ি ব্যাটালিয়নে (৩ বিজিবি) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন এবং লোগাং জোন কমান্ডার লে: কর্নেল মো: মফিজুর রহমান ভূূঁইয়া। ১’অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি পূজামণ্ডপে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিনিধিরা অংশ গ্রহণ করে। এ সময় প্রতিটি মণ্ডপের জন্য বিজিবির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লে: কর্নেল মো: মফিজুর রহমান ভূূঁইয়া বলেন, পূজা উদযাপনকালীন সময়ে বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এলাকার শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা খুবই প্রয়োজন। সবাইকে শারদীয় দূর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নির্ভয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদ্যাপন করার আহবান এবং দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
আপনার মতামত লিখুন :