কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মহালছড়ি কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণ
admin
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন /
০
প্রতিনিধি : মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলা শাখা কমিটির ২১ জন সদস্যদের নিকট সাংগঠনিক পরিচয় পত্র বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার এ উপলক্ষে মহালছড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানটি ভার্চুয়ালী উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক (পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ) অংচিংনু মারমা। এসময় তিনি বলেন, ” যথাশীঘ্রই পার্বত্য অঞ্চলের সকল উপজেলা ও পৌর কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করা হবে। সংগঠনের কার্যাক্রমকে আরো বেগবান করার জন্য দায়িত্বপ্রাপ্তদের আরো বেশি আন্তরিকভাবে জনসেবামূলক কাজ করতে হবে।”
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক চাইথোয়াই অং মারমার সভাপতিত্বে এবং মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি এল্টু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পরেশ চাকমা, অর্থ সম্পাদক শান্ত বিকাশ চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক এলিজা চাকমা, শিক্ষা বিষয়ক সম্পাদক মার্সি চাকমা প্রমুখ।
আপনার মতামত লিখুন :