লক্ষ্মীছড়ি হাসপাতালে হাইজিন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:০২ অপরাহ্ন /
লক্ষ্মীছড়ি হাসপাতালে হাইজিন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

প্রতিনিধি :খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাইজিন কিট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
১০ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি সদর হাসপাতালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: আতাউর রহমান চৌধুরী’র নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা। ৩০বক্স হাইজিন কিট এবং এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: ইব্রাহীম খলিল, হাসপাতালের ডাক্তার, নার্সসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বন্যার সময় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন এলাকায় তিন হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণসহ এই পর্যন্ত মোট নয় হাজার পিস ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ১৪হাজার পিস ট্যাবলেট মজুদ আছে বলেও জানান উপ-সহকারী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল।