বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জমির হোসেনের বিরুদ্ধে বাজার ফান্ডের জায়গা জবর দখল করে নিজস্ব বহুতল বাড়ি নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি প্রেস- ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী জনসাধারণ এর পক্ষে লিখিত বক্তব্য পেশ করেন মোঃ সেলিম। উপস্থিত ছিলেন আবু জাহেদ, মোঃ খলিলুর রহমান, মোঃ হাছান আলী প্রমূখ। লিখিত বক্তব্যে মো: সেলিম উল্লেখ করেন ১৮-০৮-২০২৪ইং তারিখে সাবেক মেয়র জমির হোসেন বাজার ফান্ডের জায়গা জবর দখল করে নিজস্ব বাড়ি নির্মান ও মেয়র পদ থেকে অপসারণ সহ ১১টি দাবি নিয়ে বাঘাইছড়ি পৌরবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি পেশ করে। এর পরিপ্রেক্ষিতে মেয়র পদটি অপসারণ হয়। বহুতল বাড়ির নির্মান কাজ কিছুদিন বন্ধ থাকলেও বাজার ফান্ডের সরকারি জায়গায় নিজস্ব বহুতল ভবনের কাজ পুনরায় শুরু করে। ফলে বাজার ফান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বাজারের আওতায় সকল জনগণ সুবিধা বঞ্চিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :