মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা মারমা কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রাইপ্রু মারমার সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজাইহ্লা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মংসাখৈই চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উচিংথোয়াই মারমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা মারমা কল্যাণ সমিতির সভাপতি মংসাথোয়াই মারমা, সাধারণ সম্পাদক কংচাই মারমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘মারমা কল্যাণ সমিতি’ পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। তাই মারমা সম্প্রদায়ের সকল জনগোষ্ঠীকে মারমা কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদুল আওয়াল, মো. জয়নাল আবেদীন, আবু ইউছুপ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, যুবদল নেতা মো. মীর হোসেন ও উপজেলা ছাত্রদল সভাপতি মো. শাহীনুর রহমানসহ বিএনপি ও মারমা কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :