পানছড়িতে আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান করেছে ৩’বিজিবি


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন /
পানছড়িতে আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান করেছে ৩’বিজিবি

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিবিধ সামগ্রী প্রদান করেছে লোগাং জোন (৩’বিজিবি)। লোগাং জোন’র দায়িত্বপূর্ণ এলাকার দু:স্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাদের সেলাই মেশিন, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, অসুস্থ রোগীদের চিকিৎসা খরচ, এতিম শিশুর পড়ালেখার খরচ, বিধবা মহিলাকে ঘর মেরামতের অর্থ ও দুই কৃতি ফুটবলারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় ১০’টি পরিবারের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়। ৩১’আগস্ট শনিবার সকাল সাড়ে দশ’টায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩’বিজিবি) ও লোগাং জোন কমান্ডার লে: কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।