মহালছড়ির পুরঞ্জয় মহাজন পাড়া গৌতম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৪, ৩:০১ অপরাহ্ন /
মহালছড়ির পুরঞ্জয় মহাজন পাড়া গৌতম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান

প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি পুরঞ্জয় মহাজন পাড়া গৌতম বৌদ্ধ বিহারে ৪৬তম শুভ মহান দান শ্রেষ্ঠ দানরাজ কঠিন চীবর দান উৎসব ১৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক-কবিরাজ অংচিংনু মারমা ও তার সহধর্মিনী মিসেস সুজিতা চাকমা। এতে বিভিন্ন বিহারের বহু জ্ঞানী গুণী প্রাজ্ঞ ভিক্ষু সংঘসহ বিভিন্ন এলাকার স্বধর্মপ্রাণ উপাসক-উপাসিকা ও দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনারও আয়োজন করা হয়েছে।


২পর্বে অনুষ্ঠিত মহতি অনুষ্ঠানে ১ম পর্বে :- ১৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় বেইন ঘর শুভ উদ্বোধন করা হবে। ১৯ অক্টোবর শনিবার ভোর ৪ টায় বিশ^বাসির সুখ শান্তি কামনার পরিত্রান সুত্র পাঠ, ভোর ৫টায় ভিক্ষু সংঘের প্রাত: রাশ ভোজন, সকাল ৬ টায় ধর্মীয় ও জাতীয় প্রতাকা উত্তেলন, সকাল ৮টায় দায়ক – দায়িকার আসন গ্রহণ, সকাল সাড়ে ৮টায় পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মীয় পতাকা সমারহে আসন গ্রহণ, সকাল ৮টা ৪০ মিনিটে উদ্বোধনীয় সংগীত পরিবেশন , সকাল ৯টায় ত্রিশরন সহ পজ্ঞশীল গ্রহণ, বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও নানাবিধ দান, সকাল সাড়ে ৯টায় উৎস্বর্গ ,প্রধান অতিথি ও বিশেষ অতিথির ভাষণ, সকাল ৯টা ৪৫ মিনিটে ধর্মীয় আলোচনা সভা এবং ১১টায় ভিক্ষু সংঘের পিন্ডুদান।
২য় পর্বে : দুপুর ১২টায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে চীবর পরিভ্রমন, দুপুর ১টায় দায়ক-দায়িকার অসন গ্রহণ, দেড়টায় পূজনীয় ভিক্ষু সংঘের ধর্মীয় পতাকা সমারহে আসন গ্রহণ, ১টা ৪৫ মিনিটে ধর্মীয় সংগীত পরিবেশন, ২টায় ত্রিশরন সহ পঞ্চশীল গ্রহণ দানশ্রেষ্ট দানরাজা কঠিন চীবর দান কল্পতুরু হাজার বাতি ,আকাশ বাতি ও নানাবিদ দানীয় সামগ্রী উৎসর্গ, বিকাল ২টা ২০ মি: স্বাগত বক্তব্য, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান, বিকাল আড়াইটায় প্রধান অতিথি, বিশেষে অতিথি ও গুণীজনদের ভাযণ, ২টা ৪০মি: ধর্মীয় আলোচন সভা, সাড়ে ৪ টায় উৎসর্গ, সন্ধ্যা ৬টায় হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুষ উত্তোলন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সকল প্রাণীর মঙ্গল কামনায় পরিত্রান সূত্র পাঠ।