রামগড় প্রতিনিধি : ভারী বৃষ্টি ও রামগড় সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের পানিতে ফেনী নদীর পানি বেড়ে সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে রামগড় দূর্গম এলাকার পানিবন্দী মানুষের শেষ ভরসা ছিল ৪৩ বিজিবির বড় আকারের একটি নৌকা।
পানিবন্দী থাকায় বাসিন্দারা কোথাও যেতে না পারায় ঘরের মাচায়, ঘরের চালে, বড়বড় গাছের উপরে, উঁচু টিলায় আশ্রয় নেয়। পানিবন্দী মানুষরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিলেও দেখা দেয় খাবার সংকট, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট। বিজিবির নৌকা দিয়ে দিনব্যাপী উদ্ধার করা হয় তাদের। দেয়া হয় খাদ্য সামগ্রী। অসুস্থ ব্যক্তিদের দেয়া হয় চিকিৎসা সেবা। পশুদের উদ্ধার করে নেয়া হয় নিরাপদ স্থানে।
রামগড় ৪৩ বিজিবি সূত্রে জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অতিবৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার করার জন্য জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন এর নির্দেশনা পেয়েই বিজিবির উদ্ধারকারী দল আধারমানিক থেকে ৩ শত ৩ জন, নলুয়াটিলা থেকে ৬ শত জন, লাচারীপাড়া থেকে ২ শত ৬ জন, লক্ষিছড়া থেকে ৪ শত ৪১ জনসহ সর্বমোট ২শ ৯৬টি পরিবারের ১হাজার ৫ শত ৫০ জন সদস্যকে নিরাপদ স্থানে স্থানান্তর করেন।
এছাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেনকে সাথে নিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
ব্যাটালিয়ন আওতাধীন বিভিন্ন এলাকায় জোন অধিনায়কের নির্দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ।
বিজিবি ২ শত জন গরীব ও অসহায় বন্যা কবলিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা করেন। রামগড় ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর নূর হোসেন রোগীদের স্বাস্থ্য সেবা দিয়েছেন।
বিজিবির উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, রান্না করা খাবার বিতরণ ও চিকিৎসা সেবা পেয়ে বানভাসি লোকজন অত্যান্ত খুশি। দূর্গম এলাকা লক্ষীছড়া এলাকার ধনঞ্জয় ত্রিপুরা বলেন, বিজিবি নৌকা নিয়া আমারে গাছরতন ওঠাই আনইছে। না হইলে আমি মরি যাইতাম। লাচারী পাড়ার বাবুল ত্রিপুরা বলেন, আমরা পরিবার নিয়ে ক্ষুধায় ছিলাম। বিজিবি আমাদের রান্না করে খাওয়াইছে।
আপনার মতামত লিখুন :