দীঘিনালায় আশ্রয় কেন্দ্রে উপজেলা প্রশাসন ও বিএনপি‘র পক্ষ থেকে খাবার বিতরন


admin প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন /
দীঘিনালায় আশ্রয় কেন্দ্রে উপজেলা প্রশাসন ও বিএনপি‘র পক্ষ থেকে খাবার বিতরন

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো উপজেলা প্রশাসনে পক্ষ থেকে শুকনো খাবার ও বিএনপি‘র পক্ষ থেকে রান্না করা খারব বিতরন করা হয়েছে।
২১আগস্ট বুধবার উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ উপজেলা বিভিন্ন আশ্রয় কেন্দ্র নৌকা যোগে ঘুরে ঘুরে শুকনো খাবার বিতরন করেন। অপর দিকে খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি সাবেক এমপি মো: ওয়াদদু ভূইয়া নির্দেশনায় উপজেলায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে দুপুরের ও রাতে রান্না করা খাবার প্রদান করা হয়েছে।
দীঘিনালা উপজেলা বন্যা পরিস্থিতি আগের চাইতে উন্নতি দেখা গেলেও পানিতে প্লাবিত রয়েছে উপজেলা নিম্নাঞ্চল গুলো। উপজেলা প্রশাসনের ২১ টি আশ্রয় কেন্দ্র ৩শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন।
দীঘিনালা উপজেলা প্রশসানের নির্বাহী কর্মকর্তা মো: মামনুর রশীদ জানান, আমরা জরুরী কন্টোল রুমের মাধ্যমে বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছি। পাশাপাশি আশ্রয়কেন্দ্র গুলোতে শুকনা খাবার পৌঁছে দিয়েছি।
উপজেলা বিএনপি‘র সভাপতি মো: শফিকুল ইসলাম বলেন, দীঘিনালা উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি সাবেক এমপি মো: ওয়াদদু ভূইয়া নির্দেশনায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া পরিবারের মাঝে রান্না করে খাবার বিতরন করা হচ্ছে। এছাগড়া অসহায় মানুষের পাশে বিএনপি‘র নেতাকর্মীরা সব সময় কাজ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়ার সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুর সালাম, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো: সোহেল রানা, মেরুং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ঘনশ্যাম ত্রিপুরা মানিক, দীঘিনালা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: আল আমিন ও সাংবাদিক মো: আক্তার হোসেন প্রমূখ।