আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : অতি বৃষ্টিতে জালিয়াপাড়া – মহালছড়ি সড়কে পাহাড় ধ্বস ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত যাওয়ায় সকাল থেকে জালিয়াপাড়া-সিন্ধুকছড়ি-গুইমারা যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক রাস্তা চালু করতে ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। তিনি উপস্থিত হয়ে গুইমারা উপজেলাধীন অংশের ক্ষতিগ্রস্ত রাস্তার অংশ দ্রূত মেরামতের জন্য খাগড়াছড়ি জেলা সড়ক ও জনপথের সাথে যোগাযোগ করে করেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন অতিবৃষ্টির কারণে পাহাড় ধ্বস হয়েছে এবং প্রায় সিন্দুকছড়ি – মহালছড়ি সড়কে প্রায় ১৫০ ফুট রাস্তা দেবে গেছে। মেরামতের জন্য কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।বর্তমানে ছোট গাড়ী চলতে পারছে কিন্তু ভারী যানচলাচল করতে পারছে না। আশাকরি দ্রূত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :