মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : খাগড়াছড়িতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের কলাবাগান থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ সড়কে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে টাউন হলে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বেলুন ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলার মাটিতে কোন স্বৈরাচার টিকে থাকতে পারেনি, হাসিনা সরকারের পতনের পর তা আবারও প্রমাণ হয়েছে। গণতন্ত্র রক্ষায় অতীতের মতো বিএনপি দেশের সাধারণ জনগণের পাশে থাকবে। কোন অপশক্তি যদি এ ধারাকে ব্যাহত করার চেষ্টা করে তবে তা রাজপথে থেকে প্রতিহতের হুশিঁয়ারী দেয়া হয়।
আপনার মতামত লিখুন :