খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বাউল-ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমন্বয়ে সাংস্কৃতিক উৎসব


admin প্রকাশের সময় : জুন ৩০, ২০২৪, ২:২২ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বাউল-ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমন্বয়ে সাংস্কৃতিক উৎসব

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী বাউল,ধামাইল ও স্থানীয় লোকসংগীতের সমন্বয়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৯জুন শনিবার বিকাল সাড়ে ৪টায় পৌর টাউন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
প্রধান অতিথি বলেন, ‘ আমাদের এই দেশ বহু সম্প্রদায়ের সংস্কৃতিতে ভরপুর। এদেশে বহু ভাষাভাষী ও বহুগোষ্ঠীর মানুষ বসবাস করে। আজকের সংস্কৃতিক উৎসবের মধ্যদিয়েই আমরা এখানে বহু জাতিগোষ্ঠীর মানুষ একত্রিত হয়েছি। আমরা সকল সংস্কৃতির মধ্যদিয়েই সম্প্রীতির ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই। সকল সম্প্রদায়কে সাথে নিয়েই ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই। বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছিয়ে দিবে আমাদের সংস্কৃতির প্রজন্মরাই। সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়েই আমাদের ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সমৃদ্ধ হবে’।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের সহ-ধর্মিনী রাবেয়া চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন প্রমূখ।