সাজেক ৫৪বিজিবিদূর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


admin প্রকাশের সময় : জুন ২৫, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ন /
সাজেক ৫৪বিজিবিদূর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মো: সোহেল রানা
সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক কর্তৃক দূর্গম পাহাড়ে বিওপিতে অবস্থানরত বিজিবি সদস্যদের মাধ্যমে অসুস্থ্ রোগীদের মাঝে দ্রুত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার(২৫ জুন) সাজেক বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) আওতাধীন শিয়ালদহ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ শিয়ালদহপাড়া, কাইশ্যাপাড়া ও জামপাড়ায় এলাকায় বসবাসরত স্থানীয় এলাকা হতে খবর নেওয়ার পর অতি দ্রুত মেডিকেল টিম গঠন করে তাৎক্ষণিক বসবাসরত স্থানীয় পাহাড়ী অসুস্থ রোগীদের মাঝে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় শিয়ালদহপাড়া বিওপির বিওপি কমান্ডার ল্যান্স নায়ক মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে শিয়ালদহ পাড়া বিওপি হতে একটি মেডিকেল টিম সিয়ালদাই লুই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সর্দি, জ্বর, মাথা ব্যথা এবং ঠান্ডা কাশি রোগীদের মাঝে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে পুরুষ- মহিলা- শিশুসহ-শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া বসবাসরত পাহাড়ি অসুস্থ হলে বিওপি হতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা গ্রহণ ব্যবস্থা করবে।