দীঘিনালা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন


admin প্রকাশের সময় : জুন ১৬, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন /
দীঘিনালা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন

মো: সোহেল রানা॥
ঈদ আনন্দ-খুশি ভাগভাগি করে নিতে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলের দি বেবী টাইগার্স সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার সামগী বিতরন করা হয়েছে।
রবিবার(১৬জুন) বিকাল সাড়ে ৪টায় দীঘিনালা জোনের পক্ষ থেকে ৪ই বেংগলের সদর দপ্তরের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন, দীঘিনালা ৪ই বেংগলের জোন কমান্ডার লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম.এ মোমেন শিহাব প্রমূখ

ঈদ উপহার পেয়ে আরোজা বেগম(৫২) বলেন, আমার স্বামী-সন্তান কেউ নাই, অনেক কষ্ট করে চলি ঈদ আসলে দীঘিনালা ক্যান্টেরম্যান এর আর্মিরা সেমাই-চিনি অনেক কিছু দেয় এসব কিছু পেয়ে আমি অনেক খুশি। ক্যান্টেরম্যান‘র আর্মিরা অনেক ভালো। গরিবদেরকে সাহায্য করে। মো: দুলা মিয়া(১১৪) বলেন, আমি এখন লাঠি ভর করে চলি সবার সাহায্য সহযোগীতা নিয়ে আর্মিরা আমাকে ঈদ করার জন্য উপহার দিয়েছে। আর্মিরা অনেক ভালো গরীর অসহায়কে সাহায্য করে। এতে এলাকার আড়াইশতাধিক গবীর দুস্থ অসহায়দের মাঝে চাল, চিনি, আটা, সয়াবিন তেল,লবন, চা-পাতা, ডাল বিতরন করা হয়।