খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলার তিন উপজেলায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ২১মে মঙ্গলবার সকাল ৮টা থেকে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতেই ভোটারদের উপস্থিতি কম হলেও পরবর্তীতে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিন দ্বিতীয় ধাপের খাগড়াছড়ি সদর উপজেলা ৪১টি কেন্দ্রে , পানছড়ি উপজেলায় ২৫টি ও দীঘিনালা উপজেলায় ৩৬টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তিন উপজেলার ১০২টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২লাখ ৩৯হাজার ৬৩জন। খাগড়াছড়ির তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।
আপনার মতামত লিখুন :