কফি ও কাজুবাদাম চাষীদের “গাছ রোপন ও পরিচর্যা” বিষয়ক প্রশিক্ষণ


admin প্রকাশের সময় : মে ১৮, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন /
কফি ও কাজুবাদাম চাষীদের “গাছ রোপন ও পরিচর্যা” বিষয়ক প্রশিক্ষণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্রহ্রাসকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের কফি ও কাজুবাদাম চাষীদের “গাছ রোপন ও পরিচর্যা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮মে শনিবার সকাল সাড়ে ১০টায় উন্নয়ন বোর্ডের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কফি ও কাজুবাদাম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জসীম উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় ১২০জন চাষীকে দিনব্যাপী কফি ও কাজুবাদাম চাষের পদ্ধতি সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। দীঘিনালা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।