আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাকে সার্বজনিন পেনশন স্কীমে গুচ্ছগ্রামের রেশন কার্ডধারীদের অন্তর্ভুক্ত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার বিকালে বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বড়পিলাক ওয়ার্ড মেম্বার ছানা উল্লাহর সভাপতিত্বে গুচ্ছগ্রামের তদারকি কর্মকর্তা মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
বক্তব্যে অতিথিবৃন্দ ভবিষ্যৎ জীবন সূখ সমৃদ্ধির জন্য সঞ্চয় করার মানসিকতা তৈরি করে সার্বজনীন পেনশন স্কীমে সকলকে অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান। এসময় গুচ্ছগ্রামের কার্ধারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিদ্ধয়।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, এবতেদায়ী মাদ্রাসার সুপার আবুল হাসেম, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মহি উদ্দিন, প্রকল্প চেয়ারম্যান মাইন উদ্দীন প্রমূখ।
আপনার মতামত লিখুন :