দীঘিনালা প্রতিনিধি,
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেমের (আনারস প্রতিক) সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতবৃহস্পতিবার) সন্ধ্যার পরে মেরুং ইউপি কৃষক লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. আবু হানিফের সৌজন্যে মেরুং ইউপির রশিক নগর গুলছড়ি এলাকায় এলাকাবাসীর উপস্থিতিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেমের ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মেরুং ইউপি চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী।
এছাড়াও ইউপি সদস্য মো. নাজমুল হোসেন তারা, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবদুল হাই সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :