দীঘিনালা প্রতিনিধি : ” সুখে ভরবে আগামী দিন, পেনসন এখন সর্বজনীন” এ প্রতিপাদ্যে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে সর্বজনীন পেনসন স্কিম বিষয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে মঙ্গলবার সকালে কবাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব জগদীশ চাকমা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ পেনসন স্কিম এর গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি সকলকে পেনসন স্কিম এর রেজিস্ট্রেশন করার আহবান জানান।
আপনার মতামত লিখুন :