দীঘিনালায় ইয়ুর্থ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা


admin প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ৪:১১ অপরাহ্ন /
দীঘিনালায় ইয়ুর্থ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা

মো. সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় ইয়ুথ গ্রুপের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা করা হয়েছে।
সোমবার(০৬মে) সকাল ১১টায় দীঘিনালা উপজেলায় বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আন্থা প্রকল্পের পরিচালনায় তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলায় ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা ইয়ুথ গ্রুপের সভাপতি মো হাসান মোর্শেদ রিফাত। এনজিও তৃণমূল উন্নয়ন সংস্থার ফিল্ড এসোসিয়েট সোনিয়া দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়ছিড়ি নাগরিক প্লাটফর্ম কমিটির সদস্য সাংবাদিক মো: সোহেল রানা, তৃণমূল উন্নয়ন সংস্থার ফিল্ড এসোসিয়েট ইনা চাকমা প্রমূখ।


অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তরা বলেন, যুব সমাজ বর্তমান উন্নয়ন পরিকল্পনা ও পন্থায় নতুন দৃষ্টিকোণ সংযোজন করতে পারে এবং তাদের স্বকীয় সমালোচনা মূলক চিন্তাভাবনা, উদ্ভাবন এবং যোগাযোগের নিজস্ব পদ্ধতির মাধ্যমে অগ্রগামী হয়ে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে পরিবর্তনের দিশারী হতে পারে। এ ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন, লিঙ্গ বৈষম্য, গুণগত শিক্ষা প্রভৃতি বিষয়ে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন ও কার্যকরী পদক্ষেপ গ্রহণে সুপারিশ করা এবং সম্ভাবনাময় বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে উন্নয়ন প্রচেষ্টায় নতুন দিগন্তের উন্মোচনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তারা যুক্ত হতে পারে । ১৮-৩৫ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিককে যুবক হিসেবে গণ্য করা হয়। তৃণমূল উন্নয়ন সংস্থা সম্প্রীতি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিতে যায় নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় করে উপজেলা পর্যায়ে ইয়ুথ টেকসই উন্নয়ন অবদান রাখতে পারে। বিশ্বব্যাপী গতিময় যুব সমাজের জ্ঞান উদ্ভাবন এবং উদ্দীপনার যথোপযোগী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যুবকরা তার নিজ নিজ প্রতিভা ও চিন্তা চেতনা প্রকাশ করতে পারে। এতে করে যুকরা একে অপরের মাঝে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে।