মাটিরাঙ্গায় অসহায় ও এতিমদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৪, ৯:২০ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় অসহায় ও এতিমদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

 

মো: আরিফুল ইসলাম : দুস্থ ও অসহায় ব্যক্তিদের অবহেলা না করে সমাজের বিত্তবানদের তাদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ৭ এপ্রিল রোববার খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে মাটিরাঙ্গা থানায় দুস্থ ও অসহায়দের মাঝে ঈদের উপহার বিতরণকালে পুলিশ সুপার এ কথা বলেন। তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষদের অবহেলা করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে ভালোবাসা, অনুপ্রেরণা ও সহায়তা করতে হবে। এতে তাদের হতাশাগ্রস্ত জীবনে আশার প্রদীপ জ্বলবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, ট্রাফিক ইন্সপেক্টর মো. জয়নাল আবদীন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর ও গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মাটিরাঙ্গা থানার হলরুমে অসহায়, দুস্থ ও এতিমদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর। ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।