সবুজ পাতার ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। ১১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার মুক্তা ধর এর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ী, পরিবহণ সেক্টর, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় পুলিশ সুপার মুক্তা ধর পবিত্র মাহে রমজানকে ঘিরে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, সড়কে যানজট, ফুটপাত দখল, গুজব ও অপপ্রচার রোধে, তারাবির নামাজ আদায় নির্বিঘ্নে করাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন। ঢাকার বেইলি রোডসহ বিভিন্নস্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের নানা ঘটনাও সভায় সভায় আলোচনা হয়।
পুলিশ সুপার মুক্তার ধর অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনারোধে ব্যবসায়ীদের উদ্যোগ গ্রহণ ও ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। রমজানকে ঘিরে ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :