৭ই মার্চ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন


admin প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৪, ১০:১১ অপরাহ্ন /
৭ই মার্চ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

 

মো: আরিফুল ইসলাম : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন।
৭ই মার্চ বৃহস্পতিবার সকাল থেকে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে এই মেডিকেল ক্যাম্পেইন এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বশীল মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক ও মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আতিয়া বিনতে আখতার।
আয়োজিত মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি। সকাল থেকে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পেইনে মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন গ্রাম থেকে ছোট-বড় প্রায় ১২’শতাধিক অসহায় ও হতদরিদ্র পাহাড়ি-বাঙ্গালী রোগীরা সেবা নিয়েছেন। সেনাবাহিনীর এই সেবায় খুশি মাটিরাঙ্গার প্রত্যান্ত এলাকার সাধারণ লোকজন।