গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ


admin প্রকাশের সময় : জানুয়ারি ২৫, ২০২৪, ৬:০২ অপরাহ্ন /
গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ

 

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিঢিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
এ প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতা নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এতে জেলা-উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব(অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার,পুলিশ সুপার মুক্তা ধর,জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেনসহ আরও অনেকে।
উল্লেখ্য যে, জেলার অনেক সংবাদকর্মী প্রশিক্ষণ থেকে বঞ্চিত হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করছেন।