শাহজাহান কবির সাজু : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় চলছে নৌকার ব্যাপক গণসংযোগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানানো হচ্ছে। এ উপলক্ষে প্রতিদিন সকাল থেকেই এলাকা ভিত্তিক প্রচারনায় নামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য চলছে সরব প্রচারণা। প্রতিদিন সকাল থেকে পাড়া ভিত্তিক প্রচারণা শেষ করেই বিকেলে নৌকা স্লোগানে মুখরিত থাকে পানছড়ির প্রধান প্রধান সড়ক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে দলের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মাতিয়ে রাখে নির্বাচনী মাঠ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব জানান, নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগের পাশাপাশি উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। আগামী ৭’মার্চ ২৯৮ নং আসনে নৌকা প্রতীকের প্রার্থীর জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
আপনার মতামত লিখুন :