খাগড়াছড়িতে লায়ন্স ক্লাব ও যুব সংসদের কম্বল বিতরণ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৬:২১ অপরাহ্ন /
খাগড়াছড়িতে লায়ন্স ক্লাব ও যুব সংসদের কম্বল বিতরণ

 

দেব প্রসাদ ত্রিপুরা : মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব ও বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ। ১৫ ডিসেম্বর জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের পূর্ব খেদাছড়া পাড়া এলাকায় শতাধিক ব্যক্তির মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ সাদ্দাম হোসেন, বিশেষ অতিথি যুব সংসদের সভাপতি লায়ন হিরেন ত্রিপুরা।
এসময় লায়ন সাদ্দাম হোসেন বলেন, “পাহাড়ের অসহায় মানুষদের সহযোগিতায় নিজেকে সম্পৃক্ত করতে পারার অনুভূতিই আলাদা। তাই সুযোগ পেলেই ছুঁটে আসি।”
হিরেন ত্রিপুরা বলেন” ত্রিপুরা যুব সংসদ প্রতিষ্ঠার পর থেকেই সীমিত সামর্থ্যের মধ্যেও সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি । লায়ন সাদ্দাম ভাইয়ের মতো উদার মনের মানুষদের সাথে পেয়ে আমরা উচ্ছসিত।
কম্বল পেয়ে আশিতীপর বৃদ্ধ সুজন ত্রিপুরা বলেন, “গরম কাপড় নাই, বেশী কষ্ট পাইয়ে, এখন খুব ভালা অইয়ে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব সংসদের সাধারণ সম্পাদক রূপক ত্রিপুরা, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল ত্রিপুরা, হেডম্যান সুরজিৎ ত্রিপুরা প্রমুখ