পানছড়ি প্রতিনিধি :চল্লিশ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। ৫’নভেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের মোল্লাপাড়া কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল (৩২) উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া গ্রামের মৃত বাবুল হোসেনের সন্তান। জানা যায়, পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদের দিক নির্দেশনায় এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই সৈয়দ ছানাউল্লা। রাত্রিকালীন মোবাইল ডিউটিকালীন সময়ে ৪০ পিচ কমলা রংয়র ইয়াবাসহ সোহেলকে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে পানছড়ি থান্য়া একটি মাদক মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :