নবীন পুলিশ সদস্যদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৮:২৪ অপরাহ্ন /
নবীন পুলিশ সদস্যদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রতিনিধি:: খাগড়াছড়িতে পুলিশের বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ৯ম ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রবিবার সকালে জেলা সদরের মধুপুরস্থ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মীর মোদাচ্ছের হোসেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মুক্তা ধর উপস্থিত ছিলেন। ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে ১ শ ৫৮ জন নবীন সৈনিক শপথ গ্রহণ ও কুচকাওয়াজে অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে পারদর্শী টিআরসিদের পদক বিতরণ করেন প্রধান অতিথি।
পরে বক্তব্যে নবীন সৈনিকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, একটি দেশের আত্মসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা। রাষ্ট্রীয় অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিচার বিভাগকে সহযোগীতার মহান দায়িত্ব পালনে সজাগ থাকতে হবে।