নাইক্ষ্যংছড়িতে ৫২ ফুট উঁচু স্বর্ণালী বৌদ্ধ মূর্তিটি এখন দর্শনীয় স্থান


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়িতে ৫২ ফুট উঁচু স্বর্ণালী বৌদ্ধ মূর্তিটি এখন দর্শনীয় স্থান

 

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি: বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি সদরে ৫২ ফুট উঁচু গৌতম বৌদ্ধের মূর্তিটি এখন দর্শনার্থীদের দর্শনীয় স্থান হিসেবে পরিচিত লাভ করেছে। এই মূর্তিটি বুদ্ধ ধর্মাবলম্বিদের অন্যতম একটি ধর্মীয় স্থাপনা হিসেবে, ২২ সালের ২৯ অক্টোবর নির্মাণ করা হয়। এর অবস্থান নাইক্ষ্যংছড়ি সদর থেকে মাত্র ১ কিলোমিটার পশ্চিমে প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্রে। ৫২ ফুট উঁচু গৌতম বৌদ্ধের প্রতিবিম্বটি উদ্বোধনের পর থেকে ভারতের মুম্বাইসহ বিভিন্ন দেশের বৌদ্ধ সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানিক উদ্বোধনে পর থেকে এটি হয়ে উঠে দেশী বিদেশি পর্যটকদের একটি দর্শনীয় স্থান।
আকর্ষণ সৃষ্টিকারী ৫২ ফুট স্বর্ণ বৌদ্ধ মূর্তির প্রতিবিম্ব দেখতে এলাকায় হাজার হাজার মানুষ ভীড় জমাচ্ছে। নির্মাতা পরিবার জানান, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আন্তরিকতায় এটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এলাকার অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের পথচারণায় মুখরিত হয় এই স্থান।