খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ


admin প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৩, ৪:২১ অপরাহ্ন /
খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্দিরে আর্থিক অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন। ১৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সদর জোনে এ আর্থিক অনুদান বিতরণ করেন জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত জুয়েল।

বিতরণকালে জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত জুয়েল জানান, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো । এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পূজার আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের এই পদক্ষেপে স্থানীয়রা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম, এডজুটেন্ট ক্যাপ্টেন এজাজ আহম্মেদ সাজিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।