রামগড়ে পাহাড় কাটায় গভীর রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
রামগড় অফিস:
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রাকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ অক্টোবর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বৈদ্যটিলা নামক স্থানে রাত ১১টার সময় পাহাড় কাটা হচ্ছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আদালত পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা ভংগের অপরাধে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মমতা আফরিন।
আপনার মতামত লিখুন :