৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তুষারের


admin প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৭:১১ অপরাহ্ন /
৪ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র তুষারের

 

প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষারের। ৭ অক্টোবর বিকেলে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।
নিখোঁজ স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার (১৬) মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী।
রাশেদুল ইসলাম তুষারের খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার বিকেলের দিকে গোমতি মুসলিম মেম্বার পাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
মাজেদা বেগম আরও বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, লজ্জায়-রাগে-ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। এ ঘটনায় ৮ অক্টোবর রবিবার খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরেও সে তিন দিন পরীক্ষা দিয়েছে। রবিবার সে নির্বাচনী পরীক্ষা দিতে না এলে খবর নিয়ে জানতে পারি ৭ অক্টোবর শনিবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের অন্য কারণ থাকতে পারে।
এব্যাপারে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমূলে বিভিন্ন থানায় শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে।