৮ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন খাগড়াছড়ি পৌরসভা


admin প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ৮:৫৩ পূর্বাহ্ন /
৮ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন খাগড়াছড়ি পৌরসভা

 

সবুজ পাতা ডেস্ক : ৮ম খাগড়াছড়ি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৪টায় খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থাকে ০-১গোলে পরাজিত করে বিজয় অর্জন করে খাগড়াছড়ি পৌর সভা ফুটবল টিম। রানার্স আপ অর্জন করেন মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন খাগড়াছড়ি উপজেলার রাসেল ত্রিপুরা, সর্বোচ্চ গোলদাতা হিসেবে পানছড়ির জমং মারমা, সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন মানিকছড়ির ক্যাচিংনু মারমা। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩০হাজার টাকা এবং রানার্স আপ দলকে ২০হাজার টাকার প্রাইজমানী প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় জেলা পুলিশ সুপার মুক্তা ধর,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম,খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা,জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।