গুইমারায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত


admin প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন /
গুইমারায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

 

আবদুল আলী : ‘‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার” “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

১ অক্টোবর রবিবার সকাল ১০টায় গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায়, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা এলজিইডি নিবার্হী প্রকৌশলী আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, নারী হলো মায়ের জাত। যদিও এক সময় নারীরা পুরুষদের তুলনায় সকল ক্ষেত্রেই পিছিয়ে ছিলো। কিন্তু বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই নারী পুরুষ সমান অধিকার রাখছে। আর এই জন্য নারীদের অধিকার বাস্তাবায়নের লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কেননা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যেতে হলে নারী-পুরুষ একত্রিত হয়ে সমতা বজায় রেখে কাজ করতে হবে।