দীঘিনালায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন /
দীঘিনালায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

মো: সোহেল রানা
নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ সুষম খাদ্য গ্রহন করুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণের নিমিত্তে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাগগাছড়ি জেলার আয়োজনে দীঘিনালা উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে দীঘিনালা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর অতিরিক্ত পরিচালক(উপসচিব মো: কাওছারুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা.নিউটন চাকমা, দীঘিনালা থানা পুলিশ পরিদর্শক(এসআই) মো: হাবিব প্রমূখ।
কর্মশালায় বক্তরা বলেন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ সুষম খাদ্য গ্রহন করতে হবে সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। ব্যবসায়ী উদ্দেশে বলেন, আপনার নিজেরা ভাল থাকলে হবে না, সবাইকে ভাল রাখতে হবে। খাদ্যে কোন ধরনের রাসয়ানিক কেমিক্যাল মিসাবে না। বাসি পঁচা ভেজাল খাদ্য বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ যদি ভেজাল খাদ্য বিক্রি করে তাহলে ১৬১৫৫ নাম্বারে ফোন দিয়ে জানালে তার বিরুদ্ধে তাক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।