মানিকছড়িতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৩, ৫:২৯ অপরাহ্ন /
মানিকছড়িতে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

 

মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ডিউটি চলাকালিন সময়ে এসআই মো. এন্তেজারুল হক ও সঙ্গীয় ফোর্স উপজেলার রহমান নগর এলাকা থেকে ৩৯ পিস ইয়াবাসহ মো. আলম (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। অপরদিকে ২০ সেপ্টেম্বর বুধবার বেলা আড়াইটার দিকে এসআই মো. আশিকু’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার গচ্ছাবিল পূর্ব পাড়া এলাকা থেকে মো. হেলাল হোসেন (৩৫) নামের আরেক গাঁজা ব্যবসায়ীকে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম জানান, আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধেও নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।