খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি জেলার গুইমারা থানার একটি বিশেষ অভিযান দল গুইমারা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনার সময় গোপন তথ্য সুত্রে জানতে পারে যে, গুইমারা থানাধীন খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী সড়কে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করছে। অতঃপর উক্ত তথ্য সুত্রের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর দক্ষ দিক-নির্দেশনায় গত ১৩সেপ্টেম্বর রাত ৮টা ৫০মিনিটে গুইমারা থানাধীন খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কে ইসলামপুর মোড়স্থ শুক্কুর আলীর দোকানের সামনে থেকে কৌশলে গাঁজাসহ এক মাদক কার্বারীকে আটক করা হয়। আটক মাদক কার্বারী পানছড়ি উপজেলার মুসলিম পাড়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ এমরান হোসেন(২৮)। বর্তমানে সে জেলা শহরের বাস টার্মিনালে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন ‘‘বর্তমান সমাজে বিভিন্ন স্তরের মানুষ মাদক ব্যবসার সাথে জড়িত। এই সকল মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা প্রতিনিয়তই বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছে। আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সোনার বাংলাদেশ বিনির্মানের শপথে এই সকল মাদক ব্যবসায়ীদের অপতৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মাদকের বিস্তার রোধে খাগড়াছড়ি জেলার সকল নাগরিকদের সচেতন হওয়া এবং পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য আহবান জানাই।
আপনার মতামত লিখুন :