শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫’ইউপির বালক পাঁচটি ও বালিকা পাঁচটি দল নিয়ে উপজেলা পরিষদ মাঠে চুড়ান্ত পর্বের খেলা গত ৩’সেপ্টেম্বর (রবিবার) বর্ণিল আয়োজনে শুরু হয়েছিল। ৫’সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশ’টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় স্বপ্রে ফাইনাল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ছোট পানছড়ি (উত্তর) সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল হাতিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। এতে ছোট পানছড়ি (উত্তর) ২-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের হয়ে দুটো গোল করে ম্যান অব টুর্ণামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার পুস্ককার লাভ করে ছোট পানছড়ি (উত্তর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুমা আক্তার।
বালকদের খেলায় খরান সিং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নালকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দলের হয়ে হ্যাট্টিক করে ম্যান অব টুর্ণামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে হৃদয় ত্রিপুরা। উৎসুক দর্শনার্থীরা করতালির মাধ্যমে কোমলমতি শিশুদের উৎসাহ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা। পুরস্কার বিতরণের আগে অতিথি ও দর্শনার্থীদের আনন্দ দিতে দৃষ্টিনন্দন নৃত্য পরিবেশন করে দেখায় পানছড়ির স্থানীয় স্বরতরী শিল্পগোষ্ঠী। ছোট পানছড়ি (উত্তর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খুরশিদা আক্তারের সঞ্চালিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুস্মিতা ত্রিপুরা, এডিন চাকমাসহ বিভিন্ন বিদ্যালয় প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :