মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ২:৩১ অপরাহ্ন /
মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: আরিফুল ইসলাম : ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার  সকালের দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি। তিনি বলেন, মাটিরাঙ্গায় চাঁদাবাজি, মাদক ও চোরাকারবারীদের নির্মুল করা হবে। তাদের বিরুদ্ধে হুশিয়ারী সংকেত দিয়ে তিনি আরো বলেন, মাদক কারবারি, কিশোর গ্যাং, চুরি, অবৈধ চোরাচালান, নদীতে বিষ প্রয়োগ সহ মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ সহ্য করা হবেনা। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন রক্ষায় সেনাবাহিনী অতীতের মতো সব সময় সকলের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
ঘন্টব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের মেজর শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. আলা উদ্দিন লিটন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো. তৌফিকুল ইসলাম সহ নির্বাচিত জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামরিক বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।