জ্যোতি ত্রিপুরা : খাগড়াছড়ি জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা স্যারে সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
২৮ আগস্ট সোমবার সাক্ষাৎ করার সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা তুলে ধরেন। তারপর ঐসব বিদ্যালয়ের জাতীয়করণ, মাসিক সম্মানি ভাতা, ভবন এবং অবকাঠামো নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চেয়ারম্যান মহোদয় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলো যুক্তিসংগত বলে মনে করেন। তাই তিনি এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে হলেও সৌর বিদ্যুৎ দেওয়ার জন্য আশ্বাস দেন। পরিশেষে শিক্ষক সমিতির নেতা কর্মীরা পার্বত্য জেলায় যাচাই-বাছাই ১৪২টি ও যাছাই-বাছাই বিহীন ১৫০টি মোট ২৯২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে দাবি করেন।
সৌজন্যে সাক্ষাৎ করার সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়াসহ সাংবাদিক চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাধন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক অর্ণা চাকমা, মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজন দেওয়ান, , ক্রীড়া বিষয়ক সম্পাদক কিশোর দত্ত চাকমা, সদস্য মৃনারিল চাকমাসহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :